। গবেষনাঃ
কুমিল্লা মেডিকেল কলেজ-
গবেষনা ও শিক্ষা কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন করার জন্য পূর্ণাঙ্গ মেডিকেল এডুকেশন ইউনিট এবং অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে সয়ং সম্পুন্ন রিসার্চ সেল চালু আছে যেখান থেকে মেডিকেল শিক্ষার বিভিন্ন গবেষনা করা হয়। প্রতি বছর কলেজ শিক্ষক সমিতি থেকে দুটি জার্নাল প্রকাশিত হয়। যেখানে সকল শিক্ষক/চিকিৎসকদের মেডিকেল শিক্ষা বিষয়ক বিভিন্ন গবেষনা প্রকাশিত হয়(Journul of Cumilla Medical College Teachers Association- ISSN 1727-1827, Current Issue Vol-26 No-2, July-2020) মেডিকেল শিক্ষার পূর্নাঙ্গ তদারকির জন্য Quality Assuarance Scheme চালু আছে।
(Journul of Cumilla Medical College Teachers Association- ISSN 1727-1827, Current Issue Vol-26 No-2, July-2020)