Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ এপ্রিল ২০২৪

পঠভূমি ও ইতিহাস

স্বাস্থ্যখাত সেবায় উন্নয়নে স্বর্নযুগ

(কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০০৯-২০২০ খ্রিঃ পর্যন্ত- সাফল্যের একযুগ)

 

গুরুত্বপূর্ন ঘটনাপঞ্জিঃ

 

কুমিল্লা মেডিকেল কলেজ যাত্র শুরু করে ১৯৭৯ সালের ২৮ শে নভেম্বর। ১৯৮১-৮২ সেশনে  ৩০জন ছাত্রছাত্রী নিয়ে একাডেমিক কার্যক্রম  চালু হয় কিন্তু ১৯৮২ সনে সরকারী সিদ্ধান্তে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯১-৯২ সনে ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে পূনরায় যাত্রা শুরু করে যা ২০০৫-০৬ এ ১০০ জনে উন্নীত হয়। এর পর ২০১১-১২ সেশনে ১১০ জন ২০১৭-১ তে ১৩৮ জন ২০১৯-২০ সেশনে ১৬০ জন এবং সর্বশেষ বর্তমান সেশনে ১৮০ জন ছাত্রছাত্রী ভর্তির জন্য নির্বচিত হয়।

বর্তমান সরকারের শাসনামলে ২০১৪ সালে প্রথমবারের মতো এই মেডিকেল কলেজে তিনটি বিষয়ে (ডি এ, ডিজিও, ডিএলও) পোষ্ট গ্রাজুয়েট কোর্স চালু হয়। পরবর্তীতে ২০১৯ সনে আরও তিনটি বিষয়ে (ডি অর্থো, ডিসিএইচ, ডি এম আর ডি) পোষ্ট গ্রাজুয়েট কোর্স চালু হয়।

বর্তমান সরকারের প্রথম মেয়াদে কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ৫ তলা বিশিষ্ট শেখ রাসেল ও শাহ্ আলম বীর উত্তম ছাত্রাবাস তৈরী ও উদ্ভোধন করা হয়। একই সাথে ছাত্রী নিবাস কমপ্লেক্সের ৫ তলা ভবনের ৫ তলার কাজ সমাপ্ত করা হয়। ২০১৫ সালে ক্যাম্পাসে শহীদ মিনার তৈরী করা হয়। ২০১৮ সনে কলেজ ক্যম্পাসে প্রথমবারের মতো রজত জয়ন্তী উৎসব পালন করা হয়। ২০২১ সনে মুজিব শতবর্ষ পালনের অংশ হিসাবে প্রিন্সিপাল অফিসের সামনে “চিরঞ্জিব বঙ্গবন্ধু” নামক ফটো গ্যালারী উদ্বোধন করা হয়। ২০২১ সনে কুমিল্লা নার্সিং ইনষ্টিটিউটকে নার্সিং কলেজে রূপান্তরিত করা হয়।

 

১৯৮৭ সনে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় এবং ১১ ই জানুয়ারী ১৯৯২ সনে অত্র হাসপাতাল চালু হয়। কুমিল্লা মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ক্লিনিক্যাল প্রশিক্ষনের জন্য অত্র হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রুপান্তর অপরিহার্য হওয়ায় কোন রুপ অবকাঠামোগত পরিবর্তন ছাড়াই ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের নাম পরিবর্তন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নাম পরিবর্তন করা হয়। একটি পূর্ণাঙ্গ  মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার অবকাঠামোগত  উন্নয়নের কাজ সমাপ্ত করে ডিসেম্ভর ২০০৯ এ ৫ তলা বিশিষ্ট হাসপাতাল ভবনের যাত্র শুরু হয় এবং পুরাতন ভবনের পূর্ব পাশের্^ ছয় তলা বিশিষ্ট বর্ধিত ভবন তৈরী করা হয়  যা ২০২০ সনে ৮তলায় উন্নীত করা হয় বর্তমানে যেখানে মেডিসিন এবং এলাইড বিভাগ কার্যক্রম পরিচালনা করে।