১৯৯২ সালে ২য় পর্যায়ে ২য় তলা বিশিষ্ট একাডেমিক ভবনে মেডিকল কলেজের কার্যক্রম চালু হয় যা পরবর্তীতে বর্তমান নতুন তিন তলা একাডেমিক ভবনে স্থানারিত হয়। আওয়ামীলীগ ২০০৯ সালে সরকার গঠনের পর ছাত্রদের জন্য ৫ তলা বিশিষ্ট শেখ রাসেল ও শাহ্ আলম বীর উত্তম ছাত্রাবাস তৈরী ও উদ্ভোধন করা হয়। একই সাথে ছাত্রী নিবাস কমপ্লেক্সের ৫ তলা ভবনের ৫ তলার কাজ সমাপ্ত করা হয়। ২০১৪ সানে পোষ্ট গ্র্যাজুয়েট হোষ্টেল চালু হয় যেখানে বিভিন্ন পোষ্টগ্রাজুয়েট কোর্সের ছাত্রছাত্রীরা অবস্থান করে।